রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


করোনার পর সাত কলেজের পরীক্ষা হবে ওএমআরে


প্রকাশিত:
১৮ জুলাই ২০২০ ১৬:৫৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২৩:০৬

ফাইল ছবি

কভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সব পরীক্ষা ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সেশনজট এড়ানোর লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।


বিষয়টি নিশ্চিত করে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, করোনা পরবর্তী সময়ে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সাত কলেজের পরীক্ষাগুলো ওএমআর পদ্ধতিতে নেওয়া হবে। ওএমআর পদ্ধতি চালু হলে ফলাফল প্রকাশের সময় আগের চেয়ে দুই মাস কমে যাবে।


তিনি আরও বলেন, খাতা দেখা শেষ হলে ১০-১৫ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। ওএমআর পদ্ধতির খাতা ইতোমধ্যে আমরা কলেজে পেয়ে গেছি বলেও জানান তিনি।


প্রসঙ্গত, দ্রুত ফলাফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে গত বছরের এপ্রিল মাসে আন্দোলন করে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ওই বছরেরই ২৮ এপ্রিল ঢাবি উপাচার্য অধ্যাপত ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক সভায় পরবর্তী এক বছরের মধ্যে ওএমআর পদ্ধতি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

 

আরপি/ এআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top