রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


অনুমোদন পেল ইসলামী ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড


প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২০ ১৫:৪৬

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৮:৪৫

ফাইল ছবি

অনুমোদন পেল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৬০০ কোটি টাকার মুদারাবা রেডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড।

বুধবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস) ৭৫১তম সভায় বন্ডটি অনুমোদন দিয়েছে।

অনুমোদিত বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভার্টেবল, পুরোপুরি অবসায়ণযোগ্য, আনসিকিউরড, আনলিস্টেড সাবঅর্ডিনেটেড। বন্ডটি ৭ বছরে পুরোপুরি অবসায়ন হবে। যা স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, অফসোর ডেভেলপমেন্টের আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেটসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদেরকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ইসলামী ব্যাংক এর টায়ার-২ ক্যাপিটাল মূলধন ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

এই বন্ডের ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাজ করছে। 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top