রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


সিসিবিএল’র নতুন সিইও ফরহাদ আহমেদ


প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২০ ১৬:৫৫

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৪:৪১

ফাইল ছবি

সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ। সিসিবিএলের আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি সার্বিক দিক বিবেচনা করে তাকে নিয়োগ দেওয়ার অনুমোদন দিয়েছে।

সম্প্রতি বিএসইসির উপ-পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সিসিবিএলের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে ফরহাদ আহমেদকে সিসিবিএলে এমডি ও সিইও হিসেবে ৪ বছরের জন্য নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। ফরহাদ আহমেদ পদাধিকার বলে পর্ষদে প্রতিনিধিত্ব করবেন।

এর আগে গত ২ জুলাই সিসিবিএলের প্রথম পরিচালনা পর্ষদের সভায় বিএসইসির সাবেক কমিশনার আব্দুস সালাম সিকদার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

বিএসইসি সর্বশেষ, চলতি বছরের গত ১৭ জুন সিসিবিএলে ৭ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বিএসইসি। আর নিয়ন্ত্রক সংস্থা ১৫ কার্যদিবসের মধ্যে প্রথম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠানের জন্যে সিসিবিএলকে চিঠি দেয়। এরই ধরাবাহিকতায় ইতোমধ্যে ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের ১১ সদস্য নিয়ে প্রথম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top