রাজশাহী সোমবার, ১৭ই জুন ২০২৪, ৪ঠা আষাঢ় ১৪৩১


কোরবানিতে মসলার দাম বাড়ানোর সুযোগ নেই: ভোক্তা মহাপরিচালক


প্রকাশিত:
২৫ মে ২০২৪ ১৭:০৬

আপডেট:
২৫ মে ২০২৪ ১৭:১৫

ছবি: কর্মশালা

কোরবানির ঈদকে সামনে রেখে বাজারে মসলার দাম বাড়নোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজামান।

শনিবার (২৫ মে) দুপুরে রাজশাহীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে বিএসটিআই আয়োজিত 'সিটিজেন ওয়ার্কশপ' বিষয়ক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

এএইচএম সফিকুজামান বলেন, মসলার বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা তিন মাস আগ থেকে এলসি খুলে বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত পরিমাণে মসলা আমদানি করেছেন। সেটি এখন বাজারে মজুদ রয়েছে। তাই এখন ইচ্ছে করলেই এলসির অজুহাতে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। এরপরও যদি কেউ দাম বাড়ানোর চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইভ্যালির প্রসঙ্গে ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, ইভ্যালির মালিক ২৭ মাস জেলে ছিলেন, কিন্ত জেলে আটকে রাখলে টাকা পাওয়া সম্ভব নয়। সম্প্রতি ইভ্যালি ব্যবসা শুরু করার পর আমরা তাদের শোকজ করেছি। তারপর কিছু শর্তসাপক্ষে আলোচনার মাধ্যমেই টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত যারা নিয়ম মেনে ভোক্তাদের স্বার্থে ব্যবসা পরিচালনা করবে আমরা তাদের পাশে থাকবো। ভোক্তার অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top