রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২২ ০৬:২৭

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৫৮

সংগৃহিত

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী, ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমানো হয়েছে ৯৩৩ টাকা।

রোববার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এ তথ্য জানায়। এ দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

সোমবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮২ হাজার ৩৪৮ টাকা। আজ রোববার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৮৩ হাজার ২৮১ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৮ হাজার ৬১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে ১৮ ক্যারেটের দাম কমানো হয়েছে ৭০০ টাকা। এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৭ হাজার ৪১৮ টাকায় বিক্রি হবে।

সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৫৮৩ টাকা কমিয়ে ৫৫ হাজার ৮৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫৬ হাজার ৪৫৪ টাকা।

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

আরপি/ এসএইচ 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top