বাঘায় উত্তরা ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

রাজশাহীর বাঘায় উত্তরা ব্যাংকের উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারী) উপজেলা সদরে নিয়াত আলী সুপার মার্কেটে আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকের মহাব্যবস্থাপক (এমডি সেক্রেটারিয়েট) রবিউল হাসান, রাজশাহী জোনাল ম্যানেজার অলোক কুমার সাহা, লালপুর শাখা ব্যবস্থাপক আজিজুল ইসলাম, বাঘা উপশাখা ব্যবস্থাপক বোরহান আহমেদসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-০২
আপনার মূল্যবান মতামত দিন: