কক্সবাজারে বহুতল ভবনে আগুন

কক্সবাজার শহরের কালুরদোকান সংলগ্ন এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যার ৭টার দিকে ওই ভবনের আগুন লাগে। আগুন বৃহৎ আকার ধারণ করলেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তানবিরুল আলম তাওসিফ নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, কালুরদোকান সংলগ্ন অপরাজিতা মহিলা হোস্টেলের পেছনের ওই বহুতল ভবনে আগুন লাগলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ভবনের বাসিন্দাসহ আশেপাশের লোকজন সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ফায়ার সার্ভিস দল প্রাণপণ চেষ্টা চালিয়ে পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: