দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি

চতুর্থ ধাপের পৌর নির্বাচনে রক্তাক্ত সংঘর্ষ হয়েছে চট্টগ্রামের পটিয়ায়। পটিয়ায় বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। এতে এক কাউন্সিলর প্রার্থীর ভাই ছুরিকাহত হয়েছেন।
পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল রাজীব ও এম এ মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। দুই প্রার্থীই আওয়ামী লীগের রাজনীতি করেন।
কেন্দ্র দখল নিয়ে রোববার সকালে ভোটকেন্দ্রে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও অগ্নিসংযোগের পর পুলিশ দুই প্রার্থীকে নিজেদের হেফাজতে নেয়। কেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নেয়। পরে পরিস্থিতি শান্ত হয়।এই সংঘর্ষে ছুরিকাহত হয়েছেন- এম এ মান্নানের ছোট ভাই আবদুল মাবুদসহ চারজন। আহত তিনজন পটিয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি।
এদিকে আবদুল মাবুদ মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, পটিয়ায় নির্বাচনী সহিংসতায একজন মারা গেছেন বলে শুনেছি। এখনও লাশ মর্গে আসেনি।
আরপি/ এসআই-১২
আপনার মূল্যবান মতামত দিন: