রাজশাহী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


গাজীপুরে দান বাক্স ভেঙে টাকা চুরি


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২০ ২২:৩২

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ০০:৪৩

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে কোনও এক সময় কালামপুর পশ্চিম পাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি হয়েছে। এই দান বাক্সে মানুষ মুক্ত হস্তে দান করে থাকেন। প্রতি মাসে একবার করে দান বাক্স খোলা হয় এবং প্রতিমাসে হাজার হাজার টাকা জমা হয়। দান বাক্সের টাকা চুরি হওয়ায় মসজিদ কমিটি দুঃখপ্রকাশ করেছেন।

মসজিদ কমিটির ক্যাশিয়ার রতন হোসেন জানান, সকালে এসে দেখি মসজিদের দান বাক্সের তালা ভেঙে পড়ে রয়েছে। দান বাক্সে টাকা পয়সা কিছুই নেই।

কালিয়াকৈর থানার তদন্ত ওসি রাজীব চক্রবর্তী জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top