রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১


দিনাজপুরে ফেন্সিডিলসহ যুবক আটক


প্রকাশিত:
২৩ জুলাই ২০২০ ০২:২৯

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ১৭:১০

উদ্ধারকৃত ফেন্সিডিল

দিনাজপুর জেলার বিরামপুরে এক বিশেষ অভিযানে ১৪৯ পিচ ফেন্সিডিলের বোতলসহ এক যুবককে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) এর সদস্যরা।

আটককৃত যুবক মনসুর আলী (৩৫) একই উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের পুত্র।

মঙ্গলবার রাতে উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে (মনসুর) আটক করার বিষয়টি আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন র‍্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন।

সংবাদ সম্মেলনে মামুন বলেন, সীমান্ত থেকে মাদক পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালানো হয়।এসময় ১৪৯ বোতল ফেন্সিডিলসহ মনসুর নামের এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে বিরামপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

আরপি/আআ-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top