রাজশাহী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


গাঁজা সেবনের দায়ে ২ বছরের কারাদণ্ড


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৩ ০৪:৪৮

আপডেট:
৭ মে ২০২৪ ১১:০৫

ছবি: গ্রেফতার আসামি

নোয়াখালী চাটখিলে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও তাকে ২শত টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামে এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত লোকমান হোসেন (৪৫) উপজেলার বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামের আলী আহম্মদের ছেলে।

আরও পড়ুন: ‘কিছু বড় দেশ চায় বাংলাদেশে এমন সরকার থাকুক যেটি তাদের পা চাটবে’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,গতকাল সন্ধ্যার দিকে উপজেলার দক্ষিণ বদলকোট গ্রামে গাঁজা সেবনের সময় লোকমান হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া আটককৃত লোকমানকে ২ বছরের কারাদণ্ড দেন এবং ২০০ টাকা জরিমানা করেন।

এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার একদল পুলিশ।

 

 

আরপি/এসআর-১৫


বিষয়: কারাদণ্ড


আপনার মূল্যবান মতামত দিন:

Top