রাজশাহী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১


দেড় হাজার পিচ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক ধরা


প্রকাশিত:
১৭ জুলাই ২০২৩ ১৬:৪১

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ২০:৪৯

ছবি: গ্রেফতার আসামি

ভোলায় ১ হাজার তিনশ ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হেলাল উদ্দিন (২০) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) সকালে ইলিশা লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। ‍

গ্রেফতার হেলাল উদ্দিন কক্সবাজার জেলার উখিয়া থানার ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের ক্যাম্পে থাকেন। তার বাবার নাম হোসেন আহম্মেদ।

গোলাম মোস্তফা জানান, হেলাল উদ্দিন নামে রোহিঙ্গা ওই মাদক কারবারি নিজের পরিহিত আন্ডারওয়্যারে করে ১৩২৫ পিচ ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ভোলায় আসে। এরপর ইলিশা লঞ্চঘাটে তাকে তল্লাশি করলে এ মাদক পাওয়া যায়। তার বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top