রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


হিলিতে ইয়াবা ও হেরোইনসহ আটক এক


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২২ ১৯:২২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৪৭

ছবি: আটককৃত আসামীরা

দিনাজপুরের হাকিমপুরে ইয়াবা ও হেরোইনসহ এক জনকে আটক করে থানা পুলিশ। আনসার আলি (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার মধ্য বাসুদেব এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেব পুর গ্রামের মৃত আলীর ছেলে আনসার আলী (৪৯)।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামিম জানান, উপজেলার মধ্য বাসুদেব এলাকায় দীর্ঘদিন ধরে আনসার আলী মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। শনিবার সকালে সোর্সের মাধ্যমে খবর পান মধ্য বাসুদেবপুর গ্রামে মাদক বিক্রি হচ্ছে। পরে পুলিশের একটি টহল দল আনসার আলীর বসতবাড়িতে অভিযান চালায়।

এ সময় তার শরীরে লুকিয়ে রাখা ১৭ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্য আইনে নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে থেকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top