রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


রাজশাহী শিক্ষা বোর্ড

সচিব পদে জুনিয়র কর্মকর্তা, অসন্তোষ


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০১৯ ২২:০৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৫৬

ছবি: সংগৃহীত

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের সচিব করা হয়েছে জুনিয়র কর্মকর্তা ড. মো. মোয়াজ্জেম হোসেনকে। তিনি একজন সহযোগী অধ্যাপক। এই পদে অধ্যাপক পদায়ন করার দীর্ঘদিনের রেওয়াজ আছে। এছাড়া বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে তোলপাড় শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এ অসম পদায়ন/বদলির তথ্য জানা যায়।

আদেশে রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামণিককে প্রেষণ প্রত্যাহার করে রাজশাহীর বরেন্দ্র কলেজের অধ্যক্ষ পদে বদলি করা হয়েছে। এছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক পদে পদায়ন দেয়া হয়েছে। এছাড়া রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক উর্মিলা খালেদকে এনসিটিবির সম্পাদক (প্রাথমিক) করা হয়েছে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সোমবার (১৪ অক্টোবর) এবং মঙ্গলবার (১৫ অক্টোবর) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। একই সাথে ১৫ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

পাঠকদের সুবিধার্থে বদলির আদেশগুলো তুলে ধরা হল।

আদেশ দেখতে ক্লিক করুন:

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top