রাজশাহী কলেজ ছাত্রলীগের উদ্যোগে ডা.অর্ণা জামানের বৃক্ষরোপণ

রাজশাহী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা: আনিকা ফারিহা জামান অর্ণা। সোমবার দুপুরে রাজশাহী কলেজ ফুলার ভবনের সামনে বৃক্ষরোপণ করেন তিনি।
“মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান, তিনটি করে গাছ লাগান”–এই স্লোগানকে সামনে রেখে শোকাবহ আগস্টের মাসে বৃক্ষরোপণ করছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে রাজশাহী কলেজ ছাত্রলীগ।
বৃক্ষরোপণকালে ডা: আনিকা ফারিহা জামান অর্ণার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ,সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক নাঈমুল হাসান নাঈমসহ কলেজ এবং হোস্টেল শাখার সর্বস্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আরপি / এমবি-৯
আপনার মূল্যবান মতামত দিন: