রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


গ্রীণ ভয়েস রাবি শাখার সাধারণ সভা


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৮

আপডেট:
২২ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৮

গ্রীণ ভয়েস রাবি শাখার সাধারণ সভা

পরিবেশবাদি যুব সংগঠন গ্রীণ ভয়েসের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা গ্রীণ ভয়েসের আয়োজনে শহীদ মিনার চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় গ্রীণ ভায়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রীণ ভয়েসের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষ হিসেবে আমাদের উচিৎ পরিবেশকে রক্ষা করা। পরিবেশ আমাদের। আমরা নিজেরাই নিজেদের পরিবেশকে নষ্ট করে দিচ্ছি। এভাবে চলতে থাকলে আর বেশি দিন সময় লাগবে না পৃথিবি ধ্বংস হতে।

তাই আসুন আমরা এক সাথে নিজ নিজ যায়গা থেকে পরিবেশকে রক্ষা করার চেষ্টা করি। এক মাত্র যুবকরাই পারে পরিবেশকে রক্ষা করতে।

এসময় আরো উপস্থিত ছিলেন, গ্রীণ ভয়েসের উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের এসোসিয়েট প্রফেসর আনিসুজ্জামান মানিক। এছাড়াও গ্রীন ভয়েস বিভাগী কমিটির সহ-সমন্বয়ক জোহুরুল হক, নিউ গভ: ডিগ্রি কলেজ শাখার সমন্বয়ক মাহমুদুল হক সুজনসহ বিশ^বিদ্যালয় শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top