রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


অক্সিজেন না পেয়ে মা-ছেলের মৃত্যু


প্রকাশিত:
১১ জুন ২০২০ ০১:০৩

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৫:০১

ছবি: ডুয়েট  ছাত্র রফিকুল ইসলাম সুমন

অক্সিজেন না পেয়ে কিছুদিন আগে মাকে হারান হারিয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্র রফিকুল ইসলাম সুমন। এবার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনিও চলে গেছেন মায়ের দেশে।

মৃত্যুর আগে প্রচণ্ড শ্বাসকষ্টে অক্সিজেনের জন্য আকুতি জানিয়েও কোন কাজ হয়নি। ছটফট করতে করতে তিনি মারা যান।

জানা গেছে, রফিকুল ইসলাম সুমন ডুয়েটে পড়াশোনার পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রোগামার হিসাবে কমর্রত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাত ১০টার দিকে মাদারীপুরে তিনি মারা যান। নিহতের পরিবারের অভিযোগ তিনি করোনা উপসর্গ নিয়ে মাদারীপুরে একটি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল কর্তপক্ষের কাছে তিনি বার বার অক্সিজেন চেয়েও তা পাননি। তাদেরকে অনেক অনুনয় করে বললেও কোন কাজ হয়নি।

ডুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ও ডুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান জানান, সুমন আমার আন্ডারে বিএসসির থিসিসের পর এমএসসি থিসিসের কাজও শেষ করে এনেছিল। সে এমএসসির ১ম ডিফেন্সও দিয়েছিল। কিছুটা কারেকশন করে ডিগ্রি নেওয়াটাই শুধু বাকী ছিল। ছেলেটা কিছুদিন আগে মাকে হারানোর সময় স্ত্রীর দুর্ঘটনায় প্রচণ্ড মানসিক চাপে ছিল। আফসোস!! ওকে ডিগ্রিটা দিতে পারলাম না। হয়তো এই আফসোস আমার আজীবন থাকবে।

আরপি/আআ-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top