রাবির যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের নতুন কমিটি

প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক রেজিনা লাজকে সভাপতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক রুকসানা বেগমকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
আরোপড়ুন: গবেষণায় প্রথম স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের ৪৯৮তম সিন্ডিকেট সভায় রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান তাদের দুজনকে সেলের দায়িত্ব দেন বলে বুুধবার বিকেলে নিশ্চিত করেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক হাবিবুর রহমান। প্রায় ছয় মাস ধরে অচল থাকা এই সেলটি নতুন করে চালু হল।
উল্লেখ্য, ২০১৯ সালের ৮ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। এরপর থেকেই বন্ধ ছিলো সেলের কার্যক্রম।
আরপি/ এআর
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: