রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


রাবিতে ফের কর্মচারীদের আন্দোলন!


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৫৪

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১০:৪৯

রাবি মাস্টারবোল কর্মচারিদের ধারাবাহিক আন্দোলন

চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাস্টাররোল কর্মচারীরা। সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে মাস্টাররোল কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ২৮০ জন মাস্টাররোল কর্মচারি প্রায় ২ যুগের বেশি সময় ধরে এই বিশ্ববিদ্যালয় স্থায়ী কর্মচারীদের মতই শ্রম দিয়ে আসছি। কিন্তু আজও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মিথ্যা আশ্বাসের মধ্যেই আমাদের চাকরি সীমাবন্ধ। পরীক্ষায় পাশ করলেও আমাদের চাকরি স্থায়ী করা হয় না। বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

এসময় মাস্টাররোল কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বিদ্যুতের সঞ্চালনায় বক্তব্য দেন, মাস্টাররোল ঐক্য পরিষদের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জামাল, নাজনীন পারভীন, পরিমল পান্ডে, সিনিয়র সদস্য কামাল, উপদেষ্টা আজীবর রহমান, রাকিবুল হাসান রানা, মামুন তালুকদার প্রমুখ।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top