রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের ইন্তেকাল


প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০২০ ২২:১০

আপডেট:
১৮ ফেব্রুয়ারি ২০২০ ২২:১৩

ড. মো. শামসুর রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ও প্রথম উপাচার্য ড. মো. শামসুর রহমান (৭৮) ইন্তেকাল করেছেন। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় এ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার বাদ ফজর মরহুমের নামাজে জানাযা শেষে ঢাকার বনানী গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক ছেলে ও 
এক মেয়ে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এবং উপ উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-
উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া গভীরভাবে শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তাঁরা বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞান এবং লোক 
প্রশাসন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় অধ্যাপক শামসুর রহমানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাজেদা আক্তার পৃথক শোক প্রস্তাবে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, অধ্যাপক শামুসুর রহমান রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসন বিষয়ে তাঁর বেশ কয়েকটি পুস্তক ও উল্লেখ্যযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। তিনি বেশ কয়েকটি এম.ফিল ও পিএইচ.ডি গবেষণা তত্ত্বাবধান করেন। 

 


আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top