রাজশাহী বুধবার, ৮ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে রাজশাহী কলেজে মানববন্ধন


প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২০ ০০:৪১

আপডেট:
৮ মে ২০২৪ ০৬:১০

মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা। একইসাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার ঝুলিয়ে প্রতিবাদ করেন তারা ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রশাসন ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে দিনের পর দিন ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা বেড়েই চলেছে। আমাদের নিরাপত্তার কথা ভাবতেই আঁতকে উঠি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যখন ধর্ষিত হতে পারে, সেখানে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা দেশসেরা কলেজ হিসেবে নিজেদের পরিচয় দিই আর সেইসাথে আমরা এই ঘটনার তীব্র নিন্দা নিন্দা ও প্রতিবাদ জানাই।

শিক্ষার্থীরা আরোও বলেন, ধর্ষণের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। রাস্তা-ঘাটে হোক আর যেখানেই হোক সবসময় নারী নির্যাতনের প্রতিবাদ করতে হবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। কাল আমাদের সহপাঠী কিংবা আমাদেরই কারো বোন ধর্ষণের শিকার হবে না কিভাবে নিশ্চিত হওয়া যায়?

মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসিক দত্ত, ফরহাদ হোসেন বিপ্লব। এছাড়াও মানববন্ধনে অন্যান্য ছাত্রলীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও, মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন পদার্থ বিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আনোয়ার হোসেন, আদর আলী আইমান, পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র সাব্বির আহমেদ, রাষ্টবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী মরিম নেছা লিমাসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top