রাজশাহী বৃহঃস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫, ৮ই কার্তিক ১৪৩২


রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের ১০ বছর পূর্তি উদযাপন


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২৫ ২৩:০৮

আপডেট:
২৩ অক্টোবর ২০২৫ ০৫:০৯

রাজশাহী পোস্ট

রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের ১৭ নং গ্যালারী রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. যোবায়ের আহমেদের নেতৃত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।

এসময় কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং আত্মবিশ্বাসের মাধ্যমে সফলতা অর্জনের পথে এগিয়ে যেতে দিকনির্দেশনা প্রদান করেন।

কলেজ উপাধ্যক্ষ বলেন, জ্ঞানের চর্চা নিজেদের মনোনিবেশ করতে হবে। পাশাপাশি নিয়মিত সংবাদপত্র পাঠের অভিজ্ঞতা গড়ে তুলতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের মাধ্যমে যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জি. এম. নুরুন্নবী ও সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহিম। উপস্থিত ছিলেন সাবেক ইভেন্ট সেক্রেটারি নূর, জয়েন্ট সেক্রেটারি জিসান আলি, সাবেক জেনারেল সেক্রেটারি সাকিব আহমেদ শাওন এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রান্ত কুমার। এছাড়াও বর্তমান কমিটির ভাইস প্রেসিডেন্ট উম্মে নাইম নিরালা, জেনারেল সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেনসহ ক্লাবের সকল নির্বাহী সদস্য ও বিভিন্ন ক্লাবের সদস্যরা।

ক্লাবটির ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কলেজের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের আমন্ত্রণ করা হয় এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মাধ্যমে ক্লাবটি তাদের ১০ বছর পূর্তি উদযাপন সম্পূর্ণ করে।

 

 

আরপি/ আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top