ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১ম বর্ষের ওরিয়েন্টেশন

রাজশাহী কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সম্মান ১ম বর্ষ (২০১৯-২০) সেশনের রিসিপশন অ্যান্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে শহীদ এ এইচ এম কামারুজ্জামান ভবনের ১০১ নং কক্ষে নবীনদের বরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুহা. হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নার্গিস জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা: ইয়াসমিন আক্তার শারমিন, মোছা: মনজুরা খানম, মোহা: আব্দুল্লাহিল কাফি, মোসলেম উদ্দিন মন্ডল, সহকারি অধ্যাপক ড. আবু নোমান মো: আসাদুল্লাহ,প্রভাষক মানিক হোসেন ও প্রভাষক সোহেলা পারভীন। উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক তোফায়েল আহমেদ ও মো: দেলোয়ার হোসেনসহ শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে নবীন শিক্ষার্থীদের একটি করে লাল গোলাপ এবয়ং ফাইল দিয়ে বরণ করে নেয়া হয়।
আরপি/ডিজে
আপনার মূল্যবান মতামত দিন: