রাবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৯ মে। চলবে ৩১ মে পর্যন্ত। গতবারের মতো এবারও থাকছে সেকেন্ড টাইম ভর্তির সুযোগ।
রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টায় বিষয়টি নিশ্চিত করছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।
তিনি জানান, আগামী ২৯ মে 'সি' (বিজ্ঞান) ইউনিটের মধ্যদিয়ে রাবির ২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরেরদিন ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট ও ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে ভর্তি পরীক্ষা।
আরপি/এসআর-০৩
বিষয়: রাবি ভর্তি পরীক্ষা
আপনার মূল্যবান মতামত দিন: