রাজশাহী সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


রাজশাহী কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বির্তক প্রতিযোগিতার উদ্বোধন


প্রকাশিত:
৪ জুন ২০২২ ১০:২৯

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ১১:৩৯

ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহী কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জুন) সকাল সাড়ে ৯ টায় রাজশাহী কলেজ মিলনায়তনে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শাহ আজম শান্তনু। এসময় তিনি বলেন, বিতর্কের মাধ্যমে নিজের মতামত দেয়া এবং অন্যের মতকে গ্রহণ করবার সামর্থ তৈরি হয়। বিতর্ক আমাদেরকে গণতন্ত্রমুখী করে তোলে। গণতন্ত্রের চর্চাকে বিকশিত করে বির্তক। 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিতর্কের মাধ্যমে আমরা নানা মত, নানা ধারণা গ্রহণ করতে পারছি। তাহলে সেই আনন্দদায়ক বিষয়টি কেন আমরা শিক্ষার একটি অনুষঙ্গ করে তুলবো না। আজ যে বিতর্কের আয়োজন হচ্ছে তা ক্রমেই আনুষ্ঠানিকতায় রুপ নিয়েছে। বিতর্ক নিয়ে গবেষণা ও চর্চা হচ্ছে। 

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থায়, শিক্ষার অর্জন ও বিষর্জন যদি পর্যালোচনা করি; সেখানে আমরা শিক্ষার যে আনন্দ সেটি খুঁ^জে পাই না। বিতর্কের মাধ্যেমে আমরা আনন্দিত মানুষ তৈরি করতে চাই যেন ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে। 

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহা. হবিবুর রহমান বলেন, রাজশাহী কলেজ নানা সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের মেধার উৎকর্ষতার মাধ্যমে পাঠ্যপুস্তকের বাইরে সহশিক্ষায় উৎসাহিত করে নেতৃত্বের বিকাশে কাজ করে যাচ্ছে। রাজশাহী কলেজের শিক্ষার্থীদের ভালো কাজে অবাধ স্বাধীনতা আছে।

ভালো কাজে কলেজ কখনো লাগাম টেনে ধরে না। তাই আমরা ২১ টি বিশ্ববিদ্যালয় নিয়ে এই কলেজে এতো বড় আয়োজন করতে সক্ষম হয়েছি। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আর যারা বিতর্কে অংশ গ্রহণ করে তারা বিশ্ববিদ্যালয়, কলেজের শ্রেষ্ঠ সন্তান। তারা মেধার চর্চা করে প্রতিবাদী হয়। নিজেরা জ্ঞান চর্চা করে অন্য কে উদ্বুদ্ধ করে। নিজেকে চেনার পাশাপাশি অপরকে চিনতে পারে। বই, পত্রিকা পড়ে দেশকে নিয়ে চিন্তা করে। তাদের মধ্যে খারাপ চিন্তা আসে না বলেও উল্লেখ করেন তিনি। 

রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক বলেন, আমরা একটি যুক্তিবাদী, চিন্তাশীল জাতি চাই। যেই চিন্তাশীলতা দেশের উন্নয়ণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য কাজ করবে। জাতির পিতার সোনার বাংলাদেশ গড়তে আমাদের সুনাগরিক, বিজ্ঞান মনস্ক, জ্ঞান সমৃদ্ধ মানুষের প্রয়োজন। রাজশাহী কলেজ এমন আয়োজনকে সবসময় উৎসাহিত করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। 

অনুষ্ঠানে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক সাম্যসাথী ভৌমিকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

রাজশাহী কলেজ মিরোর ডিবেটিং ক্লাবের আয়োজনে প্রতিযোগিতায় ২১টি বিশ্ববিদ্যালয়ের ২৪টি টিমের ৭২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। বিচারক হিসেবে ঢাকা ও রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা থাকবেন।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top