গৌরবময় পথচলার আরেকটি মাইলফলক রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি
                                সত্যের সন্ধানে কলমের শক্তিতে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি সময়ের অন্তরালে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছে। যা শিক্ষা ও সংবাদ চর্চার এক উজ্জ্বল বাতিঘর। কোনো একটি সংগঠনের গল্প শুধু সদস্যদের না বরং সময়েরও দলিল হয়ে উঠে। রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির গল্পও ঠিক তেমনি। একটা কলেজের শত ব্যস্ততার মধ্যেও কিছু স্বপ্নবান তরুণ-তরুণী একদিন হাতে তুলে নিয়েছিল প্রতিবাদের ও প্রেরণার কলম। আজ সেই কলমের শক্তিতেই রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির পূর্ণ হলো আরো একটা বছর। সময় আর সাধনার সেতু বেয়ে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি আজ দীর্ঘ ১৩ বছর অতিক্রম করে পা রাখছে ১৪ বছরে।
সময়ের সাক্ষী হয়ে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি আজ একটি সুদীর্ঘ পথ অতিক্রম করেছে। সাংবাদিকতা চর্চার ক্ষেত্র হিসেবে রাজশাহী কলেজে এই সংগঠনটি তার যাত্রা শুরু করে একটি নির্ভরযোগ্য, নিরপেক্ষ এবং দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী মানে শুধু উৎসবের রঙে রঙিন হওয়া নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসার সময়, পেছনে ফিরে তাকানোর সময়, সামনে এগিয়ে যাওয়ার সময়। বিগত সময়গুলোতে রিপোর্টার্স ইউনিটি রাজশাহী কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে গণমাধ্যম চর্চার পাশাপাশি নেতৃত্ব তৈরি, দলবদ্ধভাবে কাজ করা ও সৃজনশীল চিন্তার প্রসারও ঘটিয়েছে। সত্য প্রকাশের জন্য কলমের শক্তিকে হাতিয়ার বানিয়ে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিট শিক্ষার্থীদের মধ্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চেতনাকে জাগিয়ে তুলেছে। এই ইউনিটি শুধুমাত্র সংবাদ সংগ্রহ কিংবা সংবাদ প্রচারের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় বরং এটি শিক্ষার্থীদের রিপোর্টিং, ফিচার লেখা, ফটোজার্নালিজম ও মিডিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দক্ষ করে তুলতে কাজ করে।
এছাড়াও বিভিন্ন ধরনের সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমেও শিক্ষার্থীরা গণমাধ্যমের কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করে। বর্তমানে প্রিন্ট ও ইলেকট্রেনিক মিডিয়ায় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির শিক্ষার্থীরা তাদের লেখনি, কণ্ঠস্বর ও ভিডিও-র মাধ্যমে রাজশাহী কলেজের এক অনন্য স্থান দখল করে নিয়েছে।
রাজশাহী কলেজ রিপোটার্স ইউনিটির জন্ম হয়েছিল একটুখানি সাহস, একটুখানি স্বপ্ন আর অফুরন্ত ভালোবাসা নিয়ে। ২০১২ সালের ৮ এপ্রিল রাজশাহী কলেজের কলা ভবনের সামনে কৃষ্ণচূড়া গাছের নিচে ১১ সদস্যবিশিষ্ট কমিটির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি। ক্যাম্পাসের গাছপালার ছায়া, শ্রেণিকক্ষের আলো-আঁধার, কিংবা চায়ের স্টলের আড্ডা প্রায় সবখান থেকেই তাদের চোখ খুঁজেছে খবর আর খুঁজেছে শুধু সত্য। তারা শিখেছে, সাংবাদিকতা মানে শুধু লেখা না বরং এটা একটা দায়িত্ব যা এক ধরনের নৈতিকতার পরীক্ষা।
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির যাত্রাপথে অনেক বাঁধা-বিপত্তি এসেছে। কিন্তু এই ইউনিটি কখনো থামেনি বরং সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়িয়েছে তাদের কলমের ধার, শব্দের শক্তি আর চিন্তার গভীরতা। তারা শুধু সংবাদ লিখেনি তারা লিখেছে প্রতিরোধের ভাষা আর সত্যের উচ্চারণ। তারা তৈরি করেছে আলোচনার মঞ্চ ও চিন্তার এক নতুন দিগন্ত।
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির মূল উদ্দেশ্যই হলো সুস্থ ধারার সাংবাদিকতা চর্চা, সংগঠনের সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুন্ন রাখা। যা কলেজ ক্যাম্পাসে সংবাদ সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রকাশের কাজ করে থাকে। এছাড়া রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্যরা নিয়মিত ক্যাম্পাসের বিভিন্ন ঘটনা, শিক্ষার্থীদের সমস্যা, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রায় সকল বিষয় নিয়েই প্রতিবেদন তৈরি করে।
সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যেভাবে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি একটানা লড়াই চালিয়ে যাচ্ছে তা আজ সত্যিই প্রশংসার যোগ্য। এদের উদ্দেশ্যে শুধু একটি বড়ো প্ল্যাটফর্ম গড়ে তোলা নয় বরং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ গণমাধ্যম ব্যবস্থারও প্রতিষ্ঠা করা সম্ভব। এদের যাত্রা এখনও চলছে এবং আগামী দিনে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি আরও শক্তিশালী হয়ে উঠবে আরও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাবে।
সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু থেকে যায় কিছু আদর্শ, কিছু চেতনাকে ঘিরে গড়ে ওঠা ঐতিহ্য। ঠিক তেমনই এক চেতনার নাম হলো রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি। যেখানে কলম হয়ে ওঠে সাহসের প্রতীক, আর সাংবাদিকতা হয়ে ওঠে দায়িত্ব ও নিষ্ঠার পথচলা।১৩ বছরের এই পথ পাড়ি দিয়ে ইউনিটি প্রমাণ করে দিয়েছে সীমাবদ্ধতা কখনোই অন্তরায় হয় না যদি হৃদয়ে অটল সততা, প্রগাঢ় সাহস আর নিরন্তর সাধনা থাকে। তাই কলমের তালে, সত্যের ছন্দে, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি এগিয়ে যাচ্ছে। আর ভবিষ্যতের প্রতিটি দিন হবে আরও উজ্জ্বল, আরও বর্ণময়।
আরপি/আআ
বিষয়: রাজশাহী কলেজ রিপোর্টাস ইউনিটি

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: