রাজশাহী মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫, ২৫শে চৈত্র ১৪৩১


আরসিআরইউ একটি বহুমুখী সংগঠন


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৫ ০১:২৩

আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ০১:২৮

ছবি: সংগৃহীত

৮ এপ্রিল, ২০১২ তে রাজশাহী কলেজ প্রাঙ্গনে পথচলা শুরু হয় এক নতুন সংগঠনের।"রিপোর্টার্স ইউনিটি" নামে আত্মপ্রকাশ করে যাত্রা শুরু করে একটি বহুমূখী সংগঠন। ২০১২ সালের এই দিনে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রার শুরু, সেই থেকে ১৩ বছর ধরে এর নৈতিক বৈশিষ্ট্য ও কাজে উত্তরোত্তর সাফল্যের ধারা অব্যাহত রেখেই সংগঠনটি পদার্পণ করল আরেকটি নতুন সালে। ২০২৫ সালের ৮ এপ্রিল আরসিআরইউ ১৩ থেকে ১৪ তম বর্ষে পা রাখল।

মূলত রাজশাহী কলেজে সাংবাদিকতা বিষয়ে শিক্ষালাভের জন্য কোনো আনুষ্ঠানিক সুযোগ নেই।
আরসিআরইউ যেন তারই বিকল্প হয়ে শিক্ষার্থীদের সুযোগ করে দিয়েছে সত্যকে তুলে ধরার। এই সংগঠনের প্রতিটি সদস্য সাহসের সাথে নৈতিকভাবে সত্য প্রকাশ করে যাচ্ছে। নিরপেক্ষভাবে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীদের হয়ে কলেজের অভ্যন্তরীণ বিষয়ের সমস্যা বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরে আসছে আরসিআরইউ। প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা কে পাত্তা না দিয়ে আপসহীন গতি ও সততার সাথেকাজ করে যাচ্ছে তারা। বাংলাদেশ ও বাঙালি জাতির বিভিন্ন সংকটেও এই সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এই সংগঠনের নিপুণ সাংগঠনিক উদ্যোগ ভবিষ্যতে একজন সফল নাগরিক হিসেবে গড়ে তোলে প্রতিটি সদস্যকে। কোনো নতুন সদস্যের এই সংগঠনের হাত ধরে এগিয়ে যাওয়ার যে অভিপ্রায় থাকে ঠিক ততটাই অভিপ্রায় দেখা যায় প্রবীণ সংগঠকদের এগিয়ে নেয়ার দায়িত্বজ্ঞানের মাঝে। সংগঠন থেকে সেটা বোধহয় ভালবাসা, সম্মান ও শ্রদ্ধাবোধ, শিষ্টাচার, বন্ধুসুলভ মনোভাব, সাহসিকতার সাথে একজন সচেতন, নির্ভীক ও সৎ সাংবাদিক হিসেবে গড়ে তোলার কান্ডারী হিসেবে মূলত কাজ করে প্রিয় আরসিআরইউ।

এই সংগঠনে সবাই সাংবাদিক হতে আসে হয়তো,শেষ অবধি সাফল্য ও পায়।তবে সবথেকে বেশি যেই সাফল্য লাভ করে তা হলো বাস্তবতার সকল পর্যায়ে নিজেকে মানিয়ে নেওয়া। অন্যের মতামতের প্রতি সম্মান করার যে সাংগঠনিক শিক্ষা এখানে পাওয়া যায়,তা জীবনকে সুন্দর করে গড়তে সবচেয়ে বেশি কাজে লাগে।

আরসিআরইউ থেকে আমি সতিই অনেক কিছু শিখেছি।এই সংগঠনের সাথে থেকে শেষ অবধি যেন কিছু দিয়ে যেতে পারি এটাই একমাত্র চাওয়া। একজন দয়িত্বশীল সদস্য হিসেবে কাজের মাধ্যমে যেন প্রিয় সংগঠনের মান অক্ষুন্ন রাখার চেষ্টা করব সবসময়। নীতি-নৈতিকতাসম্পন্ন কর্মকান্ডের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় এই সংগঠনের অনবদ্য ধারা অব্যাহত থাকবে সর্বদাই।যে ধারাবাহিকতায় আরসিআরইউ তার কাজের মাধ্যমে আজ কলেজের গন্ডি পেরিয়ে স্ব-মহিমায় পরিচিতি লাভ করেছে সারাদেশে।

 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top