রাজশাহী সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


যথাযোগ্য মর্যাদায় রাজশাহী কলেজে ৭ মার্চ দিবস পালন


প্রকাশিত:
৮ মার্চ ২০২২ ১১:০৮

আপডেট:
৮ মার্চ ২০২২ ১১:১২

ছবি: পুষ্পস্তবক অর্পণ

নানা আয়োজনে রাজশাহী কলেজে ৭ মার্চ দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে সোমবার সকাল ১০টায় অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেকের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ১০ টায় কলেজ মিলনায়তনে ৭ মার্চ এর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আল আমীন হক।

সভায় বক্তারা বলেন, যুদ্ধের সময় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনে মুক্তিযোদ্ধারা উদ্দীপ্ত হতো। এই ভাষণের পর থেকেই সবধরনের আন্দোলন স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়।

সমাপনী বক্তব্যে প্রফেসর মোহা. আব্দুল খালেক বলেন, একটি ভাষণ একটি জাতির মুক্তির সনদ হতে পারে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা লাভ করতে পারে তার জ্বলন্ত প্রমাণ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান অধ্যক্ষ।

দিবস উপলক্ষে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপস্থাপন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top