রাজশাহী শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


রাবির হবিবুর হলে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০১৯ ০৮:৫৯

আপডেট:
১৯ নভেম্বর ২০১৯ ০৯:০৫

ছবি: রাবির হবিবুর হলে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ হবিবুর রহমান হলে আন্তঃফ্লোর গোল্ডকাপ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গত শুক্রবার রাতে শহীদ হবিবুর রহমান হলে এই টুর্নামেন্টের খেলা শুরু হয়। খেলায় হলের ২০টি দল অংশগ্রহণ করেছে।

হল ছাত্রলীগ নেতা মোমিনুল ইসলাম এই টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে প্রতিটি দল ৪টি করে খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে। আগামী ২০ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বিজয়ী দলকে ট্রফি ও তিন হাজার টাকা প্রদান করা হবে। রানার্স আপ টিম পাবে দুই হাজার টাকা। প্রতিদিন সন্ধ্যা ৬টায় হলের ভেতরে মাঠে এ খেলা শুরু হবে। প্রতিদিন ৭টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের আয়োজক মোমিনুল ইসলাম বলেন, এই টুর্নামেন্টির উদ্দেশ্য হল আবাসিক শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করা। খেলার মাধ্যমে হলের বড় ভাইদের সঙ্গে ছোটদের পরিচয়ের পরিধি বাড়ছে। তিনি আরো জানান, খেলাধুলার মাধ্যমে মন ও শরীল ফুর্তি রাখে সেদিকে খেয়াল রেখে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top