রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


কাল থেকে শুরু সাত কলেজের ভর্তি পরীক্ষা


প্রকাশিত:
৫ নভেম্বর ২০২১ ০২:০৭

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৫:৫৭

ফাইল ছবি

আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা। ৫ নভেম্বর শুরুতেই বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

এরপর শনিবার (৬ নভেম্বর) বিজ্ঞান ইউনিট এবং আগামী ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো.মোস্তাফিজুর রহমানের দেওয়া তথ্য মতে, এবারের সাত কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন পড়েছে ৯৫ হাজার ৬২২টি। এরমধ্যে বিজ্ঞান ইউনিটে ৪১ হাজার ৯৪ জন, বাণিজ্য ইউনিটে ২৩ হাজার ৭০০ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ৩০ হাজার ৮২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

বিজ্ঞান ইউনিটে সাত কলেজে মোট আসন সংখ্যা সাড়ে ৬ হাজার। এরমধ্যে ঢাকা কলেজে ১ হাজার ৯০টি, ইডেন মহিলা কলেজে ১ হাজার ২২৫টি, সরকারি তিতুমীর কলেজে ১ হাজার ৫১০টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৭৪০টি, কবি নজরুল সরকারি কলেজে ৬৩০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৫৯০টি এবং সরকারি বাঙলা কলেজে ৭১৫টি আসন রয়েছে।

বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে সাত কলেজের মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি। এরমধ্যে ঢাকা কলেজে ৬০০টি, ইডেন মহিলা কলেজে ১ হাজার ৫৫টি, সরকারি তিতুমীর কলেজে ১ হাজার ৪৬৫টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ৪০০টি, কবি নজরুল সরকারি কলেজে ৭০০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ১৩০টি, সরকারি বাঙলা কলেজে ৯৬০টি আসন।

কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে সাত কলেজে মোট আসন সংখ্যা ১৪ হাজার ৩৫০টি। আসনগুলোর মধ্যে ঢাকা কলেজে রয়েছে ২ হাজার ৪২৫টি, ইডেন মহিলা কলেজে ৩ হাজার ১৫৫টি, সরকারি তিতুমীর কলেজে ৩ হাজার ৩০০টি, কবি নজরুল সরকারি কলেজে ১ হাজার ৬০০টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ১ হাজার ২৫০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ১ হাজার ১৮০টি, সরকারি বাঙলা কলেজে ১ হাজার ৪৪০টি।

এক্ষেত্রে ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনগুলো ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনগুলো শুধুমাত্র ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে।

এছাড়াও সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাঙলা কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবেন।

 

আরপি/ এমএএইচ-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top