জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী কলেজ গণিত বিভাগে আলোচনা সভা

রাজশাহী কলেজ গণিত বিভাগে ‘বঙ্গবন্ধুর রাষ্ট্র দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১১ টায় অনলাইন মাধ্যমে এই সভার আয়োজন করা হয়।
গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শহিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহা. আব্দুল খালেক।
এসময় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ ও মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মোশাররফ হোসেন।
২য় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আনোয়ার পূর্ণার সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের ২য় বর্ষের তাসলিমা আহম্মেদ, তৌফিকুল ইসলাম, মাহফুজা ফারিয়া ও ৪র্থ বর্ষের তৌহিদুল ইসলাম।
সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর রাষ্ট্র দর্শন ও অবদান নিয়ে আলোচনা করেন। এসময় বিভাগের শিক্ষকবৃন্দসহ প্রতিটি বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরপি/এসআর-০২
আপনার মূল্যবান মতামত দিন: