রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


রামেবি ভিসির মায়ের ইন্তেকাল, শোকাহত কর্মকর্তা-কর্মচারীরা


প্রকাশিত:
২ আগস্ট ২০২১ ১৬:৩৬

আপডেট:
২ আগস্ট ২০২১ ১৮:০৯

রামেবি ভিসির মা বেগম হাফিজুননেছা। ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেনের মা বেগম হাফিজুননেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীতে তাঁর মেজো ছেলের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্য জনিত কারণে ৯১ বছর বয়সে তিনি মারা গেলেন। তবে তিনি এক মেয়ে এবং ছয় ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বেগম হাফিজুননেছার ইন্তেকালে গভীরভাবে শোকাহত রামেবির কর্মকর্তা ও কর্মচারীরা। রবিবার এক শোক বার্তায় তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, রামেবি ভিসি ডা. মোস্তাক হোসেনের মা দীর্ঘ দিন আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর স্বামী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এমএ কাশেম ১৯৭৩ সালে ছিলেন বঙ্গবন্ধু সরকারের এমপি। নিজ জেলা মাদারিপুরে স্বামীর কবরের পাশে সমাহিত করা হবে তাকে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top