রাজশাহী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


রাবি ভর্তি পরীক্ষায় সহায়তার জন্য পুরস্কৃত করলো গ্রীণ ভয়েস


প্রকাশিত:
৪ নভেম্বর ২০১৯ ০৮:৩০

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৩:১৯

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় স্বেছায় দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের মাঝে সার্টিফিকেট প্রদান করেছে গ্রীণ ভয়েস। গেল ২১ অক্টোবর সকালে এ ইউনিটের গ্রুপ-১ এর পরীক্ষার মধ্যদিয়ে শুরু হয় উত্তর বঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ। পরে পর্যায় ক্রমে সি ইউনিটের গ্রুপ-৩ এর পরীক্ষার মাধ্যমে ২২ অক্টোবর শেষ হয়। প্রতিটি ভর্তি পরীক্ষার সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় গ্রীণ ভয়েস এর স্বেচ্ছাসেবকরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে ভর্তিচ্ছুদের পরীক্ষা কেন্দ্র চিনিয়ে দেয়া,পরীক্ষার্থীদের মোবাইল, ব্যাগ ফ্রিতে যত্ন করে রাখা, পরীক্ষার ফলাফল মোবাইলে ম্যাসেজের মাধ্যমে জানানো, অভিভাবকদের বসার ব্যবস্থাসহ নানা সেবা প্রদান করে।


এই কাজের স্বীকৃতি স্বরুপ গ্রীণ ভয়েস সেবা প্রদানকারী স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট প্রদান করেছে। গ্রীণ ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে রোববার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের সভাপতি ইসরাত জাহান এর সভাপতিত্বে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিসুজ্জামান ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট বিভাগের বিভাগীয় প্রধান ড. গোলাম সাব্বির সাত্তার। এসময় গ্রীণ ভয়েস সস্যদের মাঝে সর্বোমোট ৩২ জন অংশ্যগ্রহন কারির হাতে সার্টিফিকেট বিতরণ করা হয়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top