রাজশাহী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


আগামীকাল রাজশাহীসহ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন


প্রকাশিত:
২৪ মে ২০২১ ০৪:০১

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২০:৩২

ছবি: সংগৃহীত

আগামীকাল সোমবার (২৪ মে) সকল শিক্ষপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে রাজশাহীসহ সারাদেশে মানববন্ধনের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। রাজধানী ঢাকাসহ দেশের সকল জেলা-উপজেলা এবং কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১১ টায় একযোগে এ কর্মসূচি পালিত হবে।

অবিলম্বে সকল বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও দিতে হবেসহ আরো কয়েকটি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এ কর্মসূচির আহ্বান করা হয়েছে। যেখানে গ্রুপের শত শত শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সরব রয়েছে।

আয়োজক প্যানেল জানিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ও তাদের অংশ গ্রহণে স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী (সাহেব বাজার, জিরো পয়েন্ট), ইসলামী বিশ্ববিদ্যালয়, বশেমুরপ্রবি (গোপালগঞ্জ), ভৈরব (দুর্জয় মোড় বাসস্টপ), রংপুর ( প্রেসক্লাব), বরিশাল (বিশ্ববিদ্যালয় প্রধান ফটক), চুয়াডাঙ্গা (চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণ), ধামরাই (প্রেসক্লাব চত্বর), চট্টগ্রাম-এসব এলাকায় কর্মসূচি পালনে সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে।

এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় (গোল চত্বর), টাঙ্গাইল (নিরালা মোড়, শহিদ মিনার), জামালপুর (প্রেসক্লাব), ময়মনসিংহ (প্রেসক্লাব), খুলনা, গাজীপুর (চৌরাস্তা), হাজী দানেশ বিঞ্জান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সিলেট আরো বেশকিছু প্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচি পালন করা হবে।

জানা যায়, ৪৩৫ দিন ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। লকডাউনের মধ্যেও শপিংমল, মার্কেট, অফিসসহ গণপরিবহণ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এতে শিক্ষার্থীরা সেশনজটসহ ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এদিক বিবেচনা করে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এরই মধ্যে এসব গ্রুপগুলোতে সরব হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচিকে সামনে রেখে নিজেদের প্রস্তুতির কথাও বলছেন তারা। যেখানে সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে সোমবার কর্মসূচিতে সকল শিক্ষার্থীকে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও দিতে হবে-রাজশাহী ইউনিট গ্রুপের মডারেটর ও আগামীকাল আন্দোলনের আহ্বায়ক নর্থ বেঙ্গল ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ জানান, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে তারা রাজশাহীর জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করবেন। সেখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ ৭ দফা দাবি জানানো হবে। সারা দেশ জুড়েই এ কর্মসূচি পালন করবে সাধারণ শিক্ষার্থীরা।

কর্মসূচি থেকে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য আহ্বান জানানো হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে। মানববন্ধন কর্মসূচির পরের দিন জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারক লিপি প্রদান করা হবে বলেও জানান তিনি।

আরপি / এমবি-৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top