রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


‘ওপেন বুক এক্সাম’ পদ্ধতিতে হবে ঢাবির পরীক্ষা


প্রকাশিত:
৭ মে ২০২১ ২২:৪৩

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৬:০৭

ফাইল ছবি

করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী ১ জুলাই থেকে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় থাকছে ‘ওপেন বুক এক্সাম’ পদ্ধতি। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ‌্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এ পদ্ধতি অনুসরণের অনুমোদন দেওয়া হয়। এছাড়াও সংক্ষিপ্ত আকারে বর্ণনামূলক প্রশ্ন, এমসিকিউ পদ্ধতির পরীক্ষা, অনলাইনে কুইজ আয়োজন করা এবং অ্যাসাইনমেন্ট দিয়ে শিক্ষার্থীদের গ্রেড নির্ধারণের বিধান করা হয়েছে। বিষয়গুলো নিজ নিজ বিভাগের শিক্ষকরা ঠিক করবেন।

পরীক্ষার সময় ও পূর্ণমান কমানো হবে। মূল্যায়নকৃত ফলকে প্রচলিত পূর্ণমানে রূপান্তর করে চূড়ান্ত ফল তৈরি করা হবে। যে বিষয়ে যত ক্রেডিট আছে, সেগুলো সেভাবেই থাকবে। কম্পিউটার ভিত্তিক ব্যবহারিক পরীক্ষাগুলো অনলাইনে নেওয়া হবে। অন্যান্য ল্যাব ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ল‌্যাবে নেওয়া হবে।

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top