মানবিক আবেদন
রাজশাহী কলেজছাত্র নাজমুলের জন্য এগিয়ে আসুন

রাজশাহী কলেজ উদ্ভিদবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র নাজমুল হক (২৫) । গত ১৪ অক্টোবর রাজশাহী-নওগাঁ মহাসড়কে একটি বেপরোয়া দ্রুতগামী ট্রাকেরসাথে ধাক্কাখায়। আহত নাজমুলের ডান হাত ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখম হয়। অজ্ঞান অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। এখন তার চিকিৎসা খরচ পরিবারের সামর্থের বাইরে!
নাজমুলের পরিবারের সদস্যরা জানান, গত ৩ দিনে পরিবারের পক্ষ থেকে বিপুল অর্থ ব্যয় করেছেন। এখন আর তাদের ব্যয় করার মতো কিছু নেই। পরিবারের পক্ষ থেকে রাজশাহী কলেজ এবং সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা চেয়েছেন নাজমুল।
রাজশাহী কলেজ উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহানারা বেগম বলেন, আমাদের একজন ছাত্র সড়ক দুর্ঘটনার স্বীকার হয়েছে। তার পক্ষ থেকে আমাদের কাছে সাহায্যের আবেদন এসেছে। আমরা শিক্ষকরা এবং ছাত্র-ছাত্রীরা সবাই মিলে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব।
নাজমুলকে সহায়তা পাঠানোর ঠিকানা- রাজশাহী কলেজ, উদ্ভিদবিদ্যা বিভাগ/ বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে...
অ্যাকাউন্টধারীর নাম- শিবনাথ মন্ডল। বিকাশ অ্যাকাউন্ট নম্বর ০১৭৩২৬৭৭২৭৮।
আরপি/এমএইচ
বিষয়: রাজশাহী কলেজ
আপনার মূল্যবান মতামত দিন: