তাহেরপুরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আবু নঈম সামসুর রহমান মিন্টু ভোট বর্জন করেছেন।রবিবার(১৪ ফেব্রুয়ারি) দুপুরে তিনি তাহেরপুরস্থ নির্বাচনী কেন্দ্রে ভোট বর্জন করেন।
তাহেরপুরস্থ তার নির্বাচনী কেন্দ্রে সাংবাদিক সম্মেলন করে নানা অভিযোগ উত্থাপন করে তিনি ভোট বর্জন করেন এবং পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। তিনি বলেন, নয়টি ওয়ার্ডের সাতটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাইজার রহমান মন্ডল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, বিএনপি নেতা মুতাসিম বিল্লাহ প্রমুখ।
আরপি/ এসআই-৮
বিষয়: রাজশাহী বাগমারা বাগমারাবিএনপি ভোট বর্জন
আপনার মূল্যবান মতামত দিন: