রাজশাহী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০১৯ ০৬:৪৩

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ২১:১২

পাইপ লাইনে লিকেজ হওয়ায় রাজশাহীতে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ থাকবে না। তবে সরবরাহ বন্ধ থাকার পরেও পাইপলাইনে যেটুকু আছে, সেটুকু শেষ হওয়া পর্যন্ত গ্রাহকরা গ্যাস পাবেন।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান বিষয়টি সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহীর চারঘাটের মাড়িয়া গ্রামে গ্যাস পাইপ লাইনে লিকেজ ধরা পড়ায় সেটি সংস্কার করতে হবে। মঙ্গলবার সকাল থেকেই সংস্কারের কাজ শুরু হবে। এ কারণে রাজশাহী নগরীর বাসাবাড়িতে গ্যাস থাকবে না।

তবে মঙ্গলবার রাত ১২টা থেকে আবার স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ বলে জানান তিনি।

আরপি/ এএস



আপনার মূল্যবান মতামত দিন:

Top