রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

রাজশাহীতে পিস্তলসহ যুবক আটক


প্রকাশিত:
১০ অক্টোবর ২০১৯ ২২:৪৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৫৭

ছবি:আটককৃত মালামাল

রাজশাহী নগরীতে  দুটি বিদেশী পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ মোহাম্মদ আলী (২৪) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর এলাকায় র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল সেট ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার র‌্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।

আটককৃত মোহাম্মদ আলী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের মো. মুকুলের ছেলে। মোহাম্মদ আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানানো হয়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top