ত্রাণ বিতরণে মেয়র পত্নী রেনী

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি কর্পোরেশন পদ্মা তীরবর্তী এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন রাজশাহী সিটি মেয়রপত্নী শাহীন আকতার রেনী। সোমবার দুপুরে নগরীর ২৪ নং ওয়ার্ডে কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট এই সমাজসেবী ১০০ পরিবারের প্রত্যেকের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আহসানু হক পিন্টু।এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরপি/ আআ
আপনার মূল্যবান মতামত দিন: