রাজশাহী মঙ্গলবার, ৮ই এপ্রিল ২০২৫, ২৬শে চৈত্র ১৪৩১

বাঘায় ২৯২ বোতল ফেন্সিডিলসহ আটক ২


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২০ ০৫:২৮

আপডেট:
৮ এপ্রিল ২০২৫ ০৭:০০

ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার বানিয়া পাড়া এলাকায় একটি আলুবাহী ট্রাক তল্লাশি করে ২৯২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ট্রাক চালক ও হেলফারকে আটক করেছে র‌্যাব।

ট্রাকচালক হুমায়ন কবির (৪৫) পটুয়াখালী সদর এলাকার মেরাজ খানের ছেলে এবং হেলফার লিটন (৪৭) শরিয়তপুর সদর এলাকার আক্কাছ আলীর ছেলে। তারা অতিরিক্ত ভাড়ার চুক্তিতে আলুভর্তি ট্রাকে ফেনসিডিলগুলো বহন করছিল। শুক্রবার ভোরে বাঘা-ঈশ্বরদী সড়কের বানিয়া পাড়া এলাকায় তাদেরকে আটক করা হয়।


র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে রাজশাহীর মোহনপুর উপজেলার ‘দেশ কোলিস্টর’ থেকে (ঢাকা মেট্টো ট-২৪৩৩৪৫ নম্বর) ট্রাকে আলু লোড কওে, নাটোর হয়ে পটুয়াখালির আমতলী যাওয়ার কথা ছিলো। কিন্তু ট্রাকের চালক এবং হেলফার বাসার আলী (৪৫) নামের এক ব্যবসায়ী মাধ্যমে অতিরিক্ত ২০ হাজার টাকা ভাড়ার চুক্তিতে বানেশ্বর হয়ে বাঘা-ঈশ্বরদী সড়কে প্রবেশ করে সীমান্ত এলাকার মীরগঞ্জ থেকে এক বস্তায়ভর্তি ওই ফেনসিডিলগুলো আলুভর্তি বন্তার মধ্যে ট্রাকে নিয়ে গন্তব্যস্থলে যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে বাঘা-ঈশ্বরদী সড়কের বাঘা পৌরসভার বানিয়া পাড়া নামক স্থানে অবস্থান নেয় র‌্যাব। ট্রাকটি ঘটনা স্থলে পৌঁছালে সেটির গতিরোধ করে। পরে তল্লাশি করে ট্রাক থেকে একটি চটের বস্তায় ফেন্সিডিলগুলো উদ্ধার করে। পরে বাঘা থানায় মামলা দায়ের করে র‌্যাব।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, র‌্যাবের ইন্সপেক্টর মামুন হোসেন বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন। ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে।

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top