নগর আ’লীগ কমিটিকে শুভেচ্ছা জানালো হিজড়া সংঘ

রাজশাহী মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে ‘দিনের আলো হিজড়া সংঘ’র পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
‘দিনের আলো হিজড়া সংঘ’র সভাপতি মোহনা ও সাধারণ সম্পাদক সাগরিকার নেতৃত্বে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠিরা ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব উল আলম বুলবুল, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ সম্পাদক রবিউল আলম রবি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, সদস্য আশরাফ উদ্দিন খান, ইসমাইল হোসেন, মজিবুর রহমান, জয়নুল আবেদীন চাঁন, মোখলেশুর রহমান কচি, মোকাদ্দেস হোসেন লাবলু প্রমূখ।
আরপি/ এএন-০১
আপনার মূল্যবান মতামত দিন: