রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

বোনের লাশ দাফন শেষে বীর মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে সমাবেশ


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২০ ২৩:০৯

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৮:১০

বীর মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে সমাবেশ

বোনের লাশ দাফন শেষে সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে নির্মমভাবে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও সমবেশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড। সোমবার  (২৩ নভেম্বর)  বেলা ১১টায় মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক সভাপতি ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধাএ্যাড. মতিউর রহমান, রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোহম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামানিক।এসময় বক্তারা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এর উপর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনানুগ ব্যাবস্থাগ্রহণ ও দৃষ্টান্ত মূলক সর্বোচ্চ শাস্তির ব্যাবস্থা করতে হবে। না হলে সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top