রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

রাজশাহী প্রেসক্লাবকে বই প্রদান বাংলাদেশ প্রেস কাউন্সিলের


প্রকাশিত:
২১ অক্টোবর ২০২০ ০৩:১০

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০১:২২

বই হাতে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দ। ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহী প্রেসক্লাবকে বই প্রদান করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ৩টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ বই প্রদান করা হয়। এসময় ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান।

পরিচিতি পর্ব শেষে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মো. জুলফিকার, রাজশাহী প্রেসক্লাবের সহঃ সভাপতি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক রাশেদ ইবনে ওবায়েদ রিপন, সিনিয়র সাংবাদিক বদরুল হাসান লিটন, সুব্রত দাশ প্রমূখ।

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধে সাংবাদিকরা দেশের স্বাধীনতার জন্য কলম চালিয়েছেন। সাংবাদিকদের কলমের মাধ্যমে দেশের মানুষের দুঃখ-দুর্দশা দূর হয়েছিল। বঙ্গবন্ধু নিজেও সাংবাদিকদের অনেক সম্মান করেছেন।

তিনি বলেন, গণমাধ্যম ও সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এ পেশায় থাকতে হলে সাংবাদিকদের অনেক জানতে হবে, পড়ালেখা করতে হবে। সেজন্যই সারাদেশের ২০টি প্রেসক্লাবে বাংলাদেশ প্রেস কাউন্সিলের পক্ষ থেকে বই বিতরণ করা হচ্ছে। যেগুলো সাংবাদিকদের জন্য খুবই ফলপ্রসূ হবে। এসব বই দিয়েই সাংবাদিকদের বন্ধন তৈরী হবে।

অনুষ্ঠানে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, জাতির জনক সাংবাদিকদের কল্যাণার্থে বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠন করেছিলেন। যেটি বর্তমানে সাংবাদিকদের জ্ঞানের প্রসার ঘটাতে ও তাদের নানাভাবে সহযোগীতা করতে কার্যকরী ভুমিকা রাখছে।

তারা বলেন, বর্তমানে সাংবাকিদের সঙ্কটকাল চলছে। যেটি দূর করতে এসব বই কাজে লাগবে। বক্তারা সারাদেশের ২০টি প্রেসক্লাবে বই বিতরণের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top