রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

রাজশাহীতে জাতীয় বধির দিবস পালিত


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২০ ২৩:৪৫

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৮:৫৫

মানববন্ধন কর্মসূচী। ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহীতে জাতীয় বধির দিবস পালন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

রাজশাহী জেলা বধির সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন- রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কবি আরিফুল হক কুমার, রাজশাহী রক্ষা পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বধির সংঘের সভাপতি শফিউর রহমান, সহ-সভাপতি রামু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, কোষাধ্যক্ষ্য আব্দুল মতিন, নির্বাহী সদস্য মুকুল হোসেন প্রমুখ।

বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সহযোগীতায় অনুষ্ঠিত এদিনের কর্মসূচীতে বধিরদের প্রতি সরকারের সু-দৃষ্টি ও সবার সহনশীল আচরণ করার দাবি জানানো হয়।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top