রাজশাহী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

একাত্তর টিভিকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২০ ১৮:৪১

আপডেট:
১৯ অক্টোবর ২০২০ ১৯:৫৬

মানববন্ধন কর্মসূচী। ছবি: রাজশাহী পোস্ট

সংবাদভিত্তিক বেসরকারী চ্যানেল একাত্তর টেলিভিশনকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাংবাদিকরা। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরইউজের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

আরইউজের সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মামুন-অর-রশিদ, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান, কালের কণ্ঠ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রমূখ।

মানবন্ধনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি নানা কৌশলে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাদের এই অপচেষ্টা কখনোই সফল হতে দেয়া যাবেনা। এসব অপশক্তির বিরুদ্ধের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা দেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিনের মানববন্ধন কর্মসূচীতে জাতীয় ও স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং বিভিন্ন অনলাইন গণমাধ্যমের অর্ধ শতাধিক সংবাদকর্মী অংশ নেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top