রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

ধর্ষণের প্রতিবাদে উত্তাল রাজশাহী


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২০ ১৯:০১

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:১৪

 রাজশাহী জিরো পয়েন্টে ধর্ষণের প্রতিবাদে সাধারণ মানুষ ও ছাত্রসমাজের আন্দোলন

আমার সোনার বাংলায় ঠায় নাই, নো রেপ, নিরাপদে থাকুক সকল মা-বো, বন্ধ হোক ধর্ষণ। এমন শ্লোগান, ব্যানার ও ফেস্টুনে লিখে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিপোয়েন্টে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এতে শিক্ষক- শিক্ষার্থী, বিভিন্ন কর্মজীবী মানুষ বক্তব্য দেন। মানববন্ধনে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে থেকে জানানো হয়, দেশের সব ধর্ষণের বিচার দ্রুত করতে হবে। বিচার না হওয়া কারণে ধর্ষণ বেড়েই চলেছে। সকল ধর্ষণকে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এছাড়া শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top