রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আদিবাসী কিশোরীকে ধর্ষণকারী গির্জার ফাদারের শাস্তির দাবি


প্রকাশিত:
১ অক্টোবর ২০২০ ২১:৩৮

আপডেট:
১ অক্টোবর ২০২০ ২১:৪১

গির্জার ফাদারের শাস্তির দাবিতে মানববন্ধন। ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে গির্জায় আদিবাসী এক কিশোরীকে তিনদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ফাদার প্রদীপ গ্রেগরীর সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আদিবাসী ছাত্র পরিষদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফাদার প্রদীপ গ্রেগরীর সর্বোচ্চ শাস্তির পাশাপাশি ধর্ষণের ঘটনা সালিশে মীমাংসার চেষ্টা করায় তানোরের মুন্ডুমালা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমেল মার্ডিকেও শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরী এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অন্যান্যের মাঝে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখা সভাপতি শাজাহান আলী বরজাহান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির আহবায়ক রিদম শাহরিয়ার প্রমূখ।

আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্ব অনুষ্ঠিত কর্মসূচীতে আরও বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, রাজশাহী কলেজ কমিটির সভাপতি সাবিত্রী হেমব্রম, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার মাহাতো, দিলিপ পাহান প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, জেলা কমিটির সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, গোদাগাড়ী উপজেলা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদের জেলা সভাপতি উপেন রবিদাস প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর তানোরের মুন্ডুমালা মাহালীপাড়া এলাকায় “সাধুজন মেরী ভিয়ান্নী গির্জার” ফাদার ১৫ বছর বয়সী এক আদিবাসী কিশোরীকে তিনদিন আটকে রেখে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠে। অবশ্য গ্রাম্য সালিশে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। এরপর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী কিশোরীর ভাই তানোর থানায় মামলা দায়ের করলে ওইদিন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর আমচত্বর সংলগ্ন বিশপ হাউজ থেকে গির্জার ফাদারকে গ্রেপ্তার করে র‌্যাব।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top