রাজশাহী সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

রাজশাহী বিভাগে ৬৮ জনের করোনা শনাক্ত, সুস্থ ৩৩৮


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২০ ২১:৩১

আপডেট:
১৮ সেপ্টেম্বর ২০২০ ২১:৩২

ছবি: সংগৃহিত

রাজশাহী বিভাগের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে একজনের এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৮ জন। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৬৬ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ২৮৯ জন এবং সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩১৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৯৫৫ জন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ২০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, বগুড়ায় ১৮ জন, সিরাজগঞ্জে ১৪ জন ও পাবনায় ১১ জন। তবে নওগাঁ, নাটোর ও জয়পুরহাটে এদিন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ৩০৬ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৮১৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৫৯ জন, নওগাঁয় ১ হাজার ২৩৮ জন, নাটোরে ৯৪৬ জন, জয়পুরহাটে ১ হাজার ৪২ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৭৯ জন ও পাবনায় ১ হাজার ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top