রাজশাহী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

রাজশাহী বিভাগীয় কমিশনার

নুর-উর-রহমান বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হলেন


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৮

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ২০:১৩

ছবি: সংগৃহীত

রাজশাহী বিভাগের কমিশনার নুর-উর-রহমানকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে মো. নূর-উর রহমান (অতিরিক্ত সচিব) যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সদস্য (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন।

মো. নূর-উর রহমান ১৯৬১ সালের ৮ অক্টোবর ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেনে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গণিত-এ বিএসসি (সম্মান) এবং এমএসসি ডিগ্রী অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮ম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।

কর্মজীবনে নূর-উর রহমান মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এবং জেলা প্রশাসক, মাদারীপুর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নৌ-পরিবহন মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশিক্ষণ ও পেশাগত প্রয়োজনে নূর-উর রহমান যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, ইতালি, সিঙ্গাপুর, জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফ্রান্স, চীন এবং সুইজারল্যান্ড ভ্রমণ করেছেন।

 

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top